প্রবালকুমার বসু

  • সঙ্গে যাবে?

    যত দেখছি, তার চেয়েও বেশি দেখছি না বলো আমার মতন তুমি অন্ধ হবে কিনা? সারা শহর অন্ধ, সবাই নিজের মতো দেখে চশমা নিয়ে ওরা যে কারা এই শহরে থাকে ওরাও বুঝি মানুষ, কোনো প্রশ্ন রাখছি না চিনছি আর ক’জন বল, সবাই তো অচেনা স্বজন যারা, পড়োশী কেউ, দূরের আত্মীয় পারলে মিশে এদের নিয়ে খরগোশ হয়ে…

  • সঙ্গে আসো যদি

    শোকের আড়ালে কিছু অনিশ্চয় মিশে থাকে, চোখের জলের সঙ্গে নুন ক্ষয়ে যেতে যেতে তবু নির্বিকার সেজে থাকে সম্পর্কের ঘুণ পরস্পর বন্ধু ভাবে, ভাই ভাবে, প্রতিবেশী, উত্তরাধিকারী একবার ভাবো অন্য, সম্পর্ক আড়াল হলে অবিমৃষ্যকারী ফিরে আসে দিনশেষে, সভ্যতার ঞ্চপরে মাথা নুয়ে আছে খড় মু-হীন মানুষেরা স্বপ্ন দেখে মহাকাল মনোসগোচর দেশ নেই, বাড়ি নেই, যে-পৃথিবী ঘিরে আছে…