ফারুক কাদের

  • রায়েরবাজার পাল বংশের ইতিহাস

    রায়েরবাজার পাল বংশের ইতিহাস

    রায়েরবাজারে একসময় যখন ঘরে ঘরে পাল বংশের কুমার 888sport live chatীরা মাটি নিয়ে কাজ করেছে, তখন এরা কাদামাটির মধ্যে গলা পর্যন্ত ডুবে থাকত। সে হিসাবে এদের গায়ে, ঘামে ও রক্তে কাদামাটি মিশে গিয়েছিল। এখন রায়েরবাজার শেরেবাংলা রোড তার ১৫ ফুট প্রশস্ত ক্ষতবিক্ষত বুক থেকে যে ধুলোবালির জন্ম দেয় তা দুই পাশের হাইরাইজ বিল্ডিং হাউস অ্যারেস্ট করে রাখে…