মীনা সাহা

  • শব্দশঙ্খ

    নদী জল জোছনার সমুদ্রকথা হলুদ খামে লুকনো পুরনো সেই চিঠি বুকের ওমে জড়ানো নানা ভাস্কর্য কথা একাকিত্বের শূন্যতা যখন শব্দশঙ্খ হয়ে বেজে ওঠে কিছু ভাববো না কিছু লিখবো না ভেবেও জাগতিক বৃক্ষতলে দাঁড়িয়ে দেখি অনেক অন্তর্ধানের মাঝেও জেগে ওঠে এক তৃষ্ণার্ত নির্মাণ মনের মাঝে নিজেই রচনা করি সাধন ক্ষেত্র মহাবৃক্ষটির কাছে হাত পেতে দাঁড়ায় প্রেম…