মুস্তফা হাবীব
-
হয়তো সেটাই ভুল ছিল
একটি সাদা গোলাপ ফুটেছিল নিসর্গ নিয়মে দেখলাম তার দেহরশ্মি, শিশিরভেজা পাপড়ি দুলছে ভোরের বাতাসে। তার আহ্বানে মুগ্ধ দু-চোখ, তবুও বলিনি আমিই তোমার কাক্সিক্ষত নীল প্রজাপতি। শুদ্ধ মননে স্বপ্ন বুনেছি বলে মনকে বলেছি, দেখে তৃপ্ত হও, স্পর্শ করো না, ওই মাধবীবুকে আপন গৌরবে পুষ্ট হোক দল বৃত্ত গর্ভকেশর। না-বলা অভিমানে গোলাপটি পাখি হলো পাখা নেড়ে চলে…
