মেহেদী ইকবাল

  • কানাভোলা

    অবোধ্য দেখছি সব দুর্বোধ্য কোলাহল কলকাঠি হাতে কার কার হাতে প্রদীপ আলাদিনের? আয়নায় বিভ্রান্তি বড় ভেসে ওঠে কার মুখ কার কণ্ঠে বলছি কথা জ্ঞানশূন্য হিতাহিত! অচেনা পথের বাঁক চিনছি না কাউকে আমি ভয়ংকর কানাভোলা কোথায় যে গন্তব্য তার!

  • সেকেন্ডের ব্যাকরণ

    সেকেন্ডের ব্যাকরণ প্রহেলিকাময় চাঁদ। ফাঁদ পেতে বসে আছে কেউ অন্ধকারে অচেনা সব ঢেউ অবজ্ঞা আর অস্থিরতা কোথা থেকে আসে উড়ে ব্যাকুল মৌমাছি কিছু প্রাচীন স্থাপত্যকলা খসে পড়া কয়েকটি ইট। সেকেন্ডের ব্যাকরণ নিবিষ্ট চোখ প্রত্নতাত্ত্বিকের জানি ফলাফল নির্ধারিত তবু কেন এই অন্ধ সঞ্চালন!

  • অনিদ্রা

    এত ভাবনা কোথায় থাকে এত চিন্তা রাতে ঘুমের সময় নীরব বিশৃঙ্খলা টেবিলে পুরনো একটা গিটার নিয়ে ছোট্ট টেবিল ঘড়ি দেয়ালে হাঁটতে থাকে আমার বিচিত্র ছায়া। রাস্তায় এখন আর হাঁটছে না কোনো কুকুর কুকুরগুলো ঘুমিয়ে পড়েছে কোথাও না কোথাও সিটি বাজিয়ে শহরে ঢুকছে সিক্স ডাউন সিক্স ডাউনে চেপে কতদিন আমি যেতে চেয়েছি চিটাগাং! আমার মাথায় রাজ্যের…

  • চিরুনি

    বলতে চাই অনেককিছু কিন্তু কিছুই বলছি না রাগে একটা বেলুন হয়ে যাচ্ছি তবে ফাটছি না! ছোট একটা পাখি দেখে শান্ত হই আর মেঘ মেঘের কারাভান বৃষ্টির কথা ভাবি আর ব্যাঙ আহা, ডোরাকাটা সোনাব্যাঙ! একটা প্রজাপতি কী সুন্দর উড়ে যায় আর একটা মাছি মৌমাছি! বলতে চাই অনেককিছু কিন্তু কিছুই বলছি না! এই তো আয়নার সামনে এখন…

  • দুধভাত

    ভাবছি কোথায় আছি কানের কাছে হাওয়ার ফিসফিস খিদে পেলে দুধভাত খেতে বলছে কেউ দুধ কি সহজলভ্য, আর ভাত জোটে কি সহজে? চুরি হওয়ার পর মাছগুলো উড়ে গেছে দূরে কোথাও ভাবছি কোথায় আছি দেখছি মেঘের সাজ কেউ একজন বলছে ফুলের কথা অথচ লতা দেখে পাচ্ছি ভয়, যেন সরীসৃপ! কী নিয়ে লিখবো 888sport app download apk দুধভাত খেতে বলছে কেউ…

  • হাইব্রিড

    আমি অচেনা হয়ে যাচ্ছি কিংবা প্রজন্ম অচেনা হাতের আঙুল থেকে খসে পড়ছে নদী চোখে পাহাড়ের কোনো অর্থ নেই একটা ঘোড়া আমি বিস্মিত হয়েছি দেখে গর্তসমূহ! একটা ঘুঘু সঙ্গী ছাড়া নেমে এসেছে পথে মাঠে মাঠে সবুজ ডানা হাইব্রিড আমি অচেনা হয়ে যাচ্ছি সময়ে বুঝতে পারিনি আমি সারমর্ম বীজের!

  • বাড়ি

    সঞ্চয় যা কিছু ছিল সব দিয়ে বানালাম বাড়ি একটা! ফুটপাতে শুয়ে থাকা গৃহহীনেরা প্রতিদিন স্বপ্ন দেখে একটা বাড়ির রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর দিকে বিমুগ্ধ তাকিয়ে থাকে ছিন্নমূল শিশুরা। বাড়ি আসলে পছন্দ করে পাখিরাও  এমনকী অপরাহ্ণের রোদ! বাড়ি কি আর সবাই বানাতে পারে! সবাই কি থাকতে পারে নির্মিত বাড়িতে সবার? এই যে আমার বাড়ি ঢুকতে…

  • সোনার গয়না পরা মাঠ

    সোনার গয়না পরা মাঠ সোনাগুলো আমরা বন্ধক রাখি কিংবা বিক্রি করি একেবারে আমাদের কিনতে হয় নুন ছোট শিশুর জন্য জামা গঞ্জের হাট থেকে কিনতে হয় ছোট একটা গাড়ি আর উড়তে জানা রঙিন একটা মাছ। নতুন একটা শাড়ি কেনার কথা ভাবি তিব্বত স্নো আর পাউডার আর নেইল পলিশ রক্তের মতো লাল। যদি পাওয়া যায় খাদ দাদনের…

  • পরী

    ঈশ্বর তাদেরকে একজোড়া ডানা দিয়েছেন তারা পরী তাদের পা আর হাত থেকে আর গলা থেকে শুকিয়ে গেছে শেকলের ক্ষতচিহ্নগুলো। যারা হতে চায়নি পরী, চেয়েছিল পাখি হতে অভিশপ্ত হয়েছে তারা আর তারা হয়েছে নিক্ষিপ্ত অগ্নিকুণ্ডে নরকের। পরীদের কণ্ঠ খুব সুরেলা তারা এখন গান গায় আর পানপাত্র নিয়ে ঘুরে বেড়ায় স্বর্গের টেবিল থেকে টেবিলে। পরী জীবন নিয়ে…

  • ভাত

    ইতিহাস নিয়ে কথা হচ্ছে পথে পথে বিকৃতি অবিশ্বাস অসামান্য অর্জনসমূহ কেন বারবার হচ্ছে বিতর্কিত? জড়ো করি টুকরো টুকরো আলো আমাদের অখণ্ড আলো ছিল না কোনোকালে! ইতিহাস নিয়ে কথা হচ্ছে ইতিহাস মানে দুবেলা দু-মুঠো ভাত এই ভাত নিয়ে কত কথা কত রক্তপাত আজো শুনি হাহাকার অসহায় নিরন্ন শিশু আজো কেন কাঁদে? উগড়ে দেওয়া বাণী ও বচন…

  • ওপরে তাকালেই আকাশ

    ওপরে তাকালেই আকাশ গাছের সীমাবদ্ধতা আছে আর পাখি উড়ে আর কতদূর যাবে? আকাশে থাকে অনেক কিছু যার কোনো সমাপ্তি নেই কিছু কাহিনি বিস্ময়কর আছে ঘোড়া আর কালো মহিষ  মহিষের কালো চোখ আর কালো তাদের শিংগুলো! ওপরে তাকালেই আকাশ আকাশে থাকে অনেক কিছু  বস্তুবাদী চোখে সব কি আর যায় দেখা? আকাশে পরীরা থাকে। ডানা পেলে পাখি…

  • ফিরে যাচ্ছি

    আমি আমার স্কুলের রাস্তাটি দেখতে পাচ্ছি হাতে বইখাতা জ্যামিতি বক্স পরনে হাফ প্যান্ট সাদা শার্ট স্যান্ডেল পায়ে হেঁটে-যাওয়া এক কিশোরকে দেখতে পাচ্ছি সারি সারি বেঞ্চ ব্ল্যাকবোর্ড হাতে চকের গুঁড়ো আমি পরিষ্কার করছি হাত টিউবওয়েলের পানিতে! আমি নিজামভাইকে দেখতে পাচ্ছি আমি খাড়া রেখেছি কান ঘণ্টা শোনার আশায়! স্কুলের মাঠে উড়ছে ফড়িং কিছু আমি একটা ফড়িংয়ের পেছনে…