শাহনাজ পারভীন
-
রধোরেনড্রোন
রধোরেনড্রোনের পাপড়িতে পাহাড়ি পরাগ মেখে মিটিমিটি অভিবাদনে ফুটে আছে আদুরে বালিকা। পাহাড়ের খাঁজে খাঁজে বীণা হাতে সরস্বতী বিদ্যার ফুলে আলো জ্বেলে হাসিতে মুখরিত লুম্বিনী বৃক্ষের তল থেকে বুদ্ধ দেব হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের কুঁচি ধুলোয় পাথরের গম্ভীর নীরবতায় সুউচ্চ চুড়োয় শান্তির সুবাতাসে ধ্যানস্থ। শান্ত ভ্যালির কচি ঘাস থেকে শুরু করে দীর্ঘ বৃক্ষের শাখে…
-
বুনোজল
ডিমভরা মাছগুলো সরীসৃপ খালে করে খেলা – অথচ পড়েনি জাল, জেলেহীন জলকেলি বেলা। বাঘের থাবার ভয়ে ভীরুপায়ে মধুবউ ঘোরে মধুবন – মন তার বেহুলার ভেলা যেন পতির ব্যথায় টনটন। স্বামী তার সোনামুগ, শিমফুল, মাঠ ভরা পউষ ফসল – মৌসুমে কাছে আসে, জানে না বারমাসি – ব্যথা টলমল। গভীর সমুদ্রে নাও, বোঝে না সরিষার হলুদ লগন…
