শিকদার নূরুল মোমেন
-
বিপ্রতীপ
ভালো নেই, আমি ভালো নেই – কথাটি বলার জন্য কাউকে পাচ্ছি না, এমন কী অনুধাবনের জন্যেও কেউ নেই! সমুদ্রের কাছে গেলে আরো একা হয়ে পড়ি পাহাড়ও আমার নিঃসঙ্গতায় সাথি হয় না … আমার ভালোবাসার তুমি ভালো নেই – তুমিও কাউকে কিছু বলতে পারছো না! পারোনি বলেই অহেতুক তোমাকে খুঁজি না – আজকের রাতকে জানিয়ে রাখলাম…
