শেলী সেলিনা
-
জ্যোৎস্নার মাতাল আলো
জ্যোৎস্নার মাতাল আলো, আদিম খেলা খেলছে লাশকাটা ঘরে! হতবাক ডোম – নগ্ন কংকালের সাথে চালিয়েছে বিশ্বযুদ্ধ! একদিন যে তরুণীর বুকে মাথা রেখে প্রেমিক পেয়েছিল আট বেহেশতের সুখ – আজ সে বদ্ধ লাশকাটা ঘরে লাল রক্তের গালিচায় ঘুমিয়েছে! সাদা বকপক্ষীর মতো উড়ে অথবা ব্যস্ত অথবা ক্লান্তিহীন হাসিমুখে এসেছে নতুন ডাক্তারের দল, কাটছে তারা প্রেমিকার নির্ঘুম রক্ষীর…
-
অবশেষের সুখ
অস্পষ্ট গতর হাতড়ে মানিক খোঁজস রে বেআক্কেল! ঘোমটায় লুকানো শরীরের ভেতরের শরীর। অহন ধুতরা ফুলের বিষ সারাদেহে! কই গেল চন্দনের বাসনা? তুইও খোঁজস, আমিও খুঁজি! সাধের বৈকুণ্ঠ অহন হাবিয়া-দোজখ! একগাছি কাচের চুড়ি বিক্রি করায় বাইদানির আট বেহেশতের সুখ। আমার তখন সুখ ছিল তোর বাসি বিছানায় গড়াগড়ি করায়! অবশেষে সুখ শেষ দরজায় খিল দিয়া মরণ-কান্দন কান্দে!
