সরকার মাসুদ

  • দম্পতি

    রাত বাড়ে কিন্তু ওরা ঘুমাতে যায় না রাত আরো বাড়ে ওরা হাঁটে এ-ঘর থেকে ও-ঘরে ও-ঘর থেকে বারান্দায় বারান্দা থেকে আবার অনেক ভেতরে ওরা হেঁটে বেড়ায়। ঘুম যায় না! গভীর অন্ধকার ডিম লাইটের অস্পষ্টতার সাথে মিলেমিশে ঘন এক আবেগের জন্ম দেয় এলোমেলো বুকের ওপর গরম নিশ্বাস পড়ে তারপর একসময় কথা শেষ হয় নড়াচড়া থেমে যায়…

  • যামিনী

    যামিনী! যামিনী!  এবড়োখেবড়ো দীর্ঘ পথ হেঁটে এসেছি হাতছানি দিয়েছে হালা বট কুঁড়েমির ছায়ালাগা কুঁড়েঘর!  আমি কিন্তু কোথাও থামিনি  দ্যাখো, আমিও তো কিছু দিয়েছি তোমাদের ছোট একটা পেয়ালা উবুড় করে রূপ ঢেলে দিয়েছি পোড়াগঙ্গার জলে রং মাখিয়ে দিয়েছি জনপদের কোলাহলে                                        পাতায় পাতায়!   এখন টেপা পুতুলের স্তূপের কাছে…

  • পাথরে, বালুতে

    ভালোবাসার পাথরে চ্যাপ্টা হয়ে শুয়ে থাকা সরীসৃপ উলট কম্বলের নিচ থেকে গলাবাড়ানো গিরগিটি ঋতুবৈচিত্রের রঙ-গন্ধ-আশা-আলো কোনোদিন বুঝবে না বিশ্বপ্রেমিক কখনোই ঝরনার ধারে খুঁজবে না শুধু এক পাটি ক্ষয়িষ্ণু স্যান্ডেল! ভালোবাসার বালুতে কাত হয়ে পড়ে-থাকা প্রিয়তমার কোষা একদিন অসময়ে বুঝবে আমার জলপথের পিপাসা জালিঘেরা বারান্দায় আটকাপড়া বিকেলের ভাবাতুর প্রেম বাজারের সাড়া-শব্দ, নিচু মেঘ, উঁচু আশা পাহাড়ি…