হিন্দোল ভট্টাচার্য
-
কারুবাসনা
জানি শুধু পোশাকের অবল¤¦নেই সাঁতার কেটেছিÑ ডেকেছি ঝর্নার নাম ধরে টিলার অনেক নিচে যে যমুনা তাকে আমি চুঁইয়ে চুঁইয়ে আরও জল আরও বেশি আত্মা হয়ে বিনিময় হয়েছে, তারপর,Ñ একদম মরে গেছি গরম লাভার স্রোতে হিমবাহ গলে যায়, গলে যায় মঞ্জরীর পাশেই মৌচাক! আমি কি মাদক, প্রিয়? না, কি মধু? না হলে কেন যে,Ñ আমাকে…
