April 2025
-
মুক্তির সন্ধানে
সন্ধ্যার অন্ধকারে উড়তে থাকে মন – ঘাসের স্তবকে রেণু মিশে যায়, রক্ত-মাংসের চিহ্ন মুছে ফেলে – প্রতিটি পালকের গাঁথুনি – এক আত্মার বি888sport sign up bonus। যত খোঁজ তত অগোচরে হারিয়ে যায় 888sport promo codeর দীর্ঘশ্বাসের মাপে; যে চিরকাল বহন করে অদৃশ্যে থাকার পণ। এ কী আকুলতা! জলাশয়ের দিকে স্রোত পাড়ি দেয়, নদীর বুক চিরে উড়ে চলে যায় এক প্রজাপতি,…
-
একদিন অতলান্তিকের পাড়ে
গভীর অতলান্তিক, মন্টাক, নিউইয়র্ক শূন্যে সমুদ্রপাখির দৃষ্টিনন্দন চক্কর আর স্বতন্ত্র কাকলি অফুরান জলের বিস্তারে একবিন্দু ছায়া তার, ঢেউয়ে দোলে ভাসন্ত মাছের ঝাঁকে সে তাকায় তীক্ষ্ন চোখে নিরিখ নির্ণয় হলে নেমে আসে দ্রুত জলের ঘনিষ্ঠ কাছে মাছের মিছিলে তখন হুড়মুড় পালানোর হল্লা অকস্মাৎ জলবুকে শুভ্র খই ফোটার উৎসব। ছোঁ ও চঞ্চুপুটে মাছ গেঁথে পাখি ওড়ে, নান্দনিক…


