December 2023

  • সাম্প্রদায়িকতা ও মনুষ্যত্বের গল্প

    ধর্ম-সম্প্রদায়ের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ পৃথিবীতে অসাম্প্রদায়িকতার জন্য ব্যাকুলতা সবসময়ই পরিলক্ষিত হয়। এর কারণ, ধর্ম বা সম্প্রদায়গত ভেদের ফলে মানুষ আলাদা হয়ে যায় মানুষ থেকে, সংসার থেকে, সমাজ থেকে, এমনকি দেশ থেকেও। তাই অসাম্প্রদায়িকতার সুপ্ত বাসনা মনের মধ্যে লালন করে চলে সাধারণ মানুষ, যদিও পুঁজিবাদী ভাবধারা ও ব্যক্তিগতলাভ-লোকসানের শিকলে বাঁধা মানুষদের অধিকাংশই শেষ পর্যন্ত পরাধীন থেকে…