May 2023

  • কুশলতা তেমন মানি না

    বুড়ো তেজি, জেদি আর তির নয়, বাক্যভরা দ্রোণ নিয়েছি শরণ। লিখেছি অনেক কিছু ঘাসে মুখ যে-নাড়াটি বাঁধা তাকে আলগা করেছি গোপন। কত শব্দ, প্রতি ক্লাসে, কূট ও কচালি, এক একটি আচমন শেষে হাত মুছি, মুণ্ড ভাঙি কুশদের, কুশলতা তেমন মানি না। 888sport apk download apk latest versionয় নিচু হয় মাথা, তবু ঈষৎ পক্ব আমি এবং কপট। শিক্ষা ক্রমবর্ধমান, পত্রপুষ্পে বিগ্রহটি…

  • মৃত্যু

    আকাশের সারা গায়ে এতো নীল ছড়ালো কে আজ জলদগম্ভীর মুখে বসে থাকে, নেই তার কাজ। বাতাস নিয়েছে তাই তড়িঘড়ি অসময়ে ছুটি, রোদেরা বৃষ্টির সাথে সারাদিন করে খুনসুটি। জলের শিয়রে বসে মাছরাঙা, ডাহুকের দল কেমন উদাস সুরে গান গায় কোন জনমের, শিকারির কাছ থেকে ভিক্ষা মাগে এক গণ্ডুল জল, এই বুঝি কেড়ে নিল প্রাণটুকু, শাস্তি চরমের।…

  • চলে যাচ্ছি

    আমার সারাক্ষণ কেবল নিজের কাছ থেকে পর হয়ে যেতে ইচ্ছে করে। আমি ভাবি কি – আমি আর নিজেকে চিনবো না নিজেকে দেখবো না – সরে যাক আমি। বহুদিন তো একসাথে থাকা হলো নিজের সাথে নিজের আলোতে নিজের অন্ধকারে – এবার চলে যাই অন্য কোথাও যেখানে আমি নেই – আমার সাথে পাথার দূরত্ব। ওগো পথিক, তুমি…

  • কুমিল্লায় রূপারতি

    কুমিল্লায় এত রূপারতি থাকে ঝুরে-ঝুরে জানতাম না তো আগে এই সমতটের কান্দিরপাড় হয়ে আমি তাই বারবার যাওয়া-আসা করি শালবন বিহারের ধ্যানে ওই রূপতুষা লাগি আমি কত ভান করি পথে-পথে আমার চেয়েও বড় রূপদক্ষদের ফাঁকি দিতে পারি নাই তবু কভু তারা লোচনের আইনে গভীর করে বেঁধে ফেলে পিছমোড়া তস্করের মতো ধরা পড়া আমার হাসিকে তারা তরজমা…

  • পরিমাপ

    সে তার জীবনকে মেপেছিলো ফেসবুক-ইন্টারনেট মধ্যরাতে আকাশে তাকালে তারার নাচন অসংখ্য অজানা ঘাতক ছুরি হাতে ঘোরে – হৃৎপিণ্ডে ঝড়ের কাঁপন; সব কিছু 888sport apkের রহস্যের আদি অন্ত বলে জানি। কিন্তু সে হেঁটেছে বাঙালির অন্তরের জলাভূমি ঘেঁষে – সে দেখেছে শস্যক্ষেতে লাউয়ের মাচা ছিন্নভিন্ন করে গড়ে ওঠা অসংখ্য গার্মেন্টসে বঞ্চনার রূপরেখা। প্রভুদের হিংস্র নির্দেশে হাইব্রিড মাছ, লবণাক্ত…

  • হাইব্রিড

    আমি অচেনা হয়ে যাচ্ছি কিংবা প্রজন্ম অচেনা হাতের আঙুল থেকে খসে পড়ছে নদী চোখে পাহাড়ের কোনো অর্থ নেই একটা ঘোড়া আমি বিস্মিত হয়েছি দেখে গর্তসমূহ! একটা ঘুঘু সঙ্গী ছাড়া নেমে এসেছে পথে মাঠে মাঠে সবুজ ডানা হাইব্রিড আমি অচেনা হয়ে যাচ্ছি সময়ে বুঝতে পারিনি আমি সারমর্ম বীজের!

  • সময়ের সমীকরণ

    রাত্রি-দিন সম্পূর্ণ চকচকে কীলকের মতো, প্রভাত মাঝের একটা শূন্যস্থান। অতীত আবার আগামীও। জীবনের তলদেশে রয়েছে বাতাসের অস্তিত্ব, উৎপত্তি থেকে বহমান বেষ্টিত উত্তেজনা একটা রেখার মতো, এবং জীবনের অসীম 888sport free bet সব রাখা হয়েছে একই অবস্থায়। চাঁদ দাঁড়িয়ে আছে দূরত্বে, হৃদয়ের স্পন্দন ভেসে যায় … সবকিছু হারিয়ে ফেলার পরও রয়েছে আলো। কখনো জীবনের সূত্র পরিবর্তন করতে দেখি,…

  • তবু ঝড় ওঠে

    চাবুকের মতো আছড়ে পড়েছ তুমি যদিও আচ্ছন্ন হয়ে আছে তুকতাক, ঘোর কৃষ্ণরাত  কোমর অবধি পোঁতা দেবদারু, হোমোসেপিয়ান্স আর গন্দম ফলের ঘ্রাণে ধেয়ে আসছে 888sport promo code মৌমাছির ঝাঁক। পুরুষেরা অনুগামী। যেন স্বর্গের চাতালে লতিয়ে উঠছে ঝাউগাছ।  আশীর্বাদ নাকি অভিশাপের মতো গড়িয়ে নামছে রাত। গুহার  চিত্রের মতো ফেনিয়ে উঠছে চাবুকের দাগ।  কে জানে কত রিচুয়াল এসে মিশে গেছে। কত কত পুরাণ বিশ^াসের মতো গেঁথে আছে শতাব্দীপ্রাচীন অন্ধকারে। তবু ঝড় ওঠে। ঝেঁটিয়ে উড়িয়ে নিয়ে যায় বর্জ্য ও পতিত পাতাদের।  ঝড় থেমে গেলে প্রতিটি আড়াল থেকে বেরিয়ে আসে আলো। কেমন  নেতিয়ে যায় অন্ধকারাচ্ছন্ন শতাব্দীপ্রাচীন ইতিহাস।

  • পুষ্পাঞ্জলি ঘাট

    ১. ‘বুক রাখি ভালোবাসার ঘাটে’ মন থেকে জন্ম নেয় 888sport live chat, অতঃপর প্রণয়। বেঁধে রাখি সৃজন কানন, প্রণয়ের দড়ি – কেবলই শব্দ, চিত্র, কল্প, ছন্দ, উপমারা ভ্রমর সাজে। ও-ভ্রমর ছেড়ো না আমার; বুকের ভেতরে প্রণয়ের লেনাদেনা ঘাট। ২. ‘ঢেউয়ের দোলায় এসো মাতাল ভ্রমর’ ও বাউল ডেকো নাগো আর। একতারার বৈকুণ্ঠ হতে। হাটে যদি এসো তবে নিও…

  • পর্যটক

    আমি সেই পর্যটক, সমুদ্র888sport slot game সীমানা পেরিয়ে সাগরের লোনাজল আমাকে স্পর্শ করো অথবা করো না চুম্বন আমি সমুদ্রে যাবো আমাকে সমুদ্র-গভীরে যেতে দাও – আমি জানি পূর্বজন্মে আমি ছিলাম এক মৎস্যকুমারী জলজ পৃথিবীতে ডুবে যেতে যেতে আমি সাগরের নীল ঢেউ মাছের পেটে জন্ম নিয়েছিলাম জন্ম নিয়েছিলাম জলে পৃথিবী বড় সুন্দর বড় সুন্দর এই অবচেতনের দুনিয়া বড়…

  • শিরোনামহীন 888sport app download apk

    বেশি কিছু চাইনি, চেয়েছিলাম একঝাড় কলকাসুন্দা ফুটে থাকুক পথের ধারে, চেয়েছিলাম বুনো ঝোপঝাড়ে কিছু কিছু থাকুক শহুরে জীবনের সাথে – এ সবই এখন আকাশ কুসুম কল্পনা মাত্র। তেমনি প্রেমময় একটি জীবন হবে – এ কথা ভুলতে বসেছি। শুধু মন কষাকষি চলে, প্রেম যেন কাঠফাটা রোদ্দুর। প্রেমিক-প্রেমিকারা সবচেয়ে বেশি প্রেমের অভিনয় করে। প্রেম যেন বাঘের চোখ,…

  • আমাগেরই ক্যান ঘর পোড়ে

    আগুন লাগলি শুদু আমাগেরই ক্যান ঘর পোড়ে? কিচু কতি পারিস গুপাল? প্রতিবার বন্যা এইসে কেইড়ে নিয়ে যায় সপ। মরার খরায় পুইড়ে পুইড়ে আমাগের ব্যাবাক ফসল মইরে পইড়ে থাকে!  আমার উনি তো বোজে না সোজে না শুদু ওপরআলাকে গালি দেয়। আমি কত মানা করি, সে কতা শোনে না তুই কতি পারিস গুপাল? শুদু আমাগের সাতে তার…