2013

  • রুদ্রপলাশ

    মারুফুল ইসলাম উপমা আর উৎপ্রেক্ষার ভিড়ে চিত্রকল্প রূপক প্রতীক খুঁজি দুই নয়নে জগৎ দেখার ফাঁকে একটু করে ক্লান্ত দুচোখ বুজি বদলে যাওয়ার ক্রিয়া প্রতিক্রিয়ায় নিজের ছবি হারিয়ে যায় ভুলে অবসরে এবং অগোচরে রবিশস্য রাখি গোলায় তুলে ফালগুনে যে-বাতাস ডেকেছিল তার কণ্ঠেও ছিল সুধামৃত স্বরবর্ণে এবং ব্যঞ্জনবর্ণে আপন ধর্ম এখনো উদ্ধৃত উৎকণ্ঠিত প্রহর কেটে গেলে নিরাপত্তার…

  • সতেজ-উত্থান

    বায়তুল্লাহ্ কাদেরী জীবন যেভাবে কথা বলে তোমার আমার সঙ্গে প্রচ্ছন্ন সন্ধ্যায়, শত শতাব্দীর কোলাহলে এখনো মানুষ সেই নির্জন ভাষায় পৌঁছে যায়… বিবর্ণ বন্ধ্যায় যেসব মাঠের প্রসবের কাল চলে যায় কালান্তরে ওরাও তো জানে একদার সবুজ বর্ষায় উর্বরার মন্ত্রবলে শুরু হয় আমাদের সতেজ-উত্থান, অতএব মথুরায় যে-প্রাণের বীজ সুর তুলে কদম্বের তলে আমাদের প্রেম নেচে ওঠে আজ…

  • তোর নামে পাখি পাঠালাম

    হারিসুল হক যা তোর নামে পাখি পাঠালাম যে পাখি খুঁজতে যাবে তোকে দূর কোনো গ্রামে একদিন। যে গ্রামে আমি নেই অথচ সে গ্রামে আমার নামের মতো আর কোনো নাম নেবে খুঁজে যা তোর নামে পাখি পাঠালাম যে নদীতে বান নেই সেইখানে গিয়ে টুকুস মাছের গায়ে ঠোঁট বসাগে যা – তোর নামে পাখি পাঠালাম আমার তো…

  • লাল মৃত্যু

    হাবীবুল্লাহ সিরাজী মৃত্যুর জন্য অপেক্ষা করছে পেন্ডুলাম গির্জার ঘড়ির নিচে টিকটিকি থিকথিক অন্ধকারে বড়োদিন মাথা তুলে বোঝে কতোখানি পাহারায় মানুষ! সাঁকো এখনো ভাঙা, ক্ষতি নেই পিঁপড়েরা বেঁধেছে বাঁধ সর্ষের হলুদে যারা তারাও কি কুয়াশা এবছর প্রজনন শেষে মৃত্যু ভোর হবে? ভোর হবার জন্য যারা অপেক্ষা করছিলো তারা একফোঁটা চন্দ্রবিন্দুতে ঝাঁপ দিলো লাল একটি বল ঠেলে…

  • ভিতরের জোর

    বীথি চট্টোপাধ্যায় কী মনের জোর তার, ওরকম একটু জোর এখন খুব দরকার আমার। সে যদি এতটা পারে, আমি কেন একটুও নিজের পায়ে দাঁড়াতে পারবো না? দেয়ালে পিঠ ঠেকে গেলে কেন ভাববো এবার সব শেষ। তার-ও তো ছিল না কিছু প্রেমিক বা প্রতিষ্ঠান কিছু নয় তবু সে পারলো বলে আনন্দে কাঁদলো কতো লোক… কেউ কেউ দাবানল…

  • সেই যে পথের শুরু

    রবিউল হুসাইন সেই যে পথের শুরু তারপর আর বিরতি নেই অন্যজাত নদীরা দূরের সমুদ্রে যায় না মাঝে মাঝে জলাশয়গুলো গভীরতার ভেতর ডুব দিয়ে জলের যোনি খুঁজে মরে আর আকাশ বুক চিতিয়ে নক্ষত্র-শহর দেখে সূর্যের রেলগাড়িতে চড়ে বাড়ি ফেরার কথা ভাবে ওই তো নগরের বিশাল গ্রামগঞ্জে সাইকেল আর সন্দেশের ভিড় ট্রাফিক-দ্বীপ সরে যায় রাজপথে এবার চোখ…

  • নার্গিস

    মুহম্মদ নূরুল হুদা ছায়া নেই মায়া নেই, নেই সেই কায়া ইতিউতি প্রজাপতি, 888sport sign up bonus আবছায়া যখন অধরা নামে পুকুরের ঘাটে আঁধারে কাঁপন তুলে কারা যেন হাঁটে মেঠোপথে দৌলতপুরের – এখানে এখনো দ্বন্দ্ব সুর-অসুরের; পূর্ণিমার বুকে তাই খুঁজি না এ মুখ, অমাবস্যা হানে না তো ব্যথার চাবুক, গলায় পরেছি শুধু বি888sport sign up bonusর মালা : ফুরায় স্পর্শের সুখ, ফুরায়…

  • জাগরণ

    মোহাম্মদ রফিক মৃত্যুর দুয়ারে খাড়া, বর্ণহীন নির্বাক নিস্তব্ধ আকাশ গুমোট, রাস্তা ধূলি কীর্ণ, বাস-ট্যাক্সি-স্কুটারের বেয়াদব ছোটাছুটি, এন্তার ধুলোর ঝড়ে হতশ্বাস মাথামুণ্ডু 888sport app একা একটি বৃক্ষ উবু হয়ে ড্রেনের ওপরে; বৃষ্টি, দেখা নেই, হবে হবে করেও হলো না; এমন সময় কথা নেই বার্তা নেই এক পশলা ঘূর্ণিহাওয়া হঠাৎ মাতিয়ে দিলো চরাচর, বৃক্ষটির ডালপালা ধুলো ঝেড়ে ফের…

  • চারটি 888sport app download apk

    মহাদেব সাহা সন্দ্বীপের চরে কী যে সে ইচ্ছে ছিলো চলে যাই সন্দ্বীপের চরে দুইজনে যেতে থাকি ঢেউ-লাগা সমুদ্রের ঘরে, কথা বলি সারাদিন জলে-ওড়া পাখিদের সাথে ঘুমাই নদীর তীরে জ্যোৎস্নার গন্ধমাখা রাতে; মনে হয় সেইখানে নদী ছাড়া আর কেউ নেই জলের উপরে তাই ঘুমিয়েছি শুধু দুজনেই, হয়তো সাঁতার কাটে কিছুদূরে একজোড়া হাঁস সন্দ্বীপে নেমেছে বৃষ্টি, সেইখানে…

  • শীতের রাতে

    অরুণাভ সরকার এসো, আর বিন্দুমাত্র বিলম্ব করো না আকাশে এখন কোনো সোনা নেই, বহু আগে ঝরে গেছে। রাগে গর্জাতে গর্জাতে উত্তরের বায়ু ছুটে আসে। ত্বক চাটে। পরমায়ু টেনে ছিঁড়ে খায় অন্ধকারে, থাবায় থাবায় তাই এসো, আর কোনো বিলম্ব করো না হাতে গোনা এই তো সময়। আগে-পরে দিন ছোট দিন, তারও দাবি সীমা888sport free betহীন সে-দাবি মেটাতে হয়…

  • ভেবে নাও

    উৎপলকুমার বসু জোনাকির কাছে আমি চকিতে ওড়ার শিক্ষা নিতে যাই সন্ধ্যা নামছে আর সারাদিন অনুসরণের পর আমিও কিছুটা ক্লান্ত, হয়ত কাতর; ওই যে আসছে ঝড়,  বাতিদানে দীপশিখা কাঁপছে সংঘাতে, মেঘের আড়ালে বহু নরকের পাল্লা ও দর্পণ বাতাসে আছড়ে পড়ছে – হেথা মানুষেরই সমবেত মাথাঠোকা নির্দয় রাক্ষসীর পায়ে, কাকে ধন্যবাদ দেবে ভেবে দ্যাখো – অল্পবয়েসি ওই…

  • সাতাশিটা বছর পার ক’রে দিয়ে আমার বাবা

    ভূমেন্দ্র গুহ সাতাশিটা বছর পার ক’রে দিয়ে সে-সব বছরের সকল সকালবেলাকে পাখির কিচির-মিচিরে ভরাট ক’রে তুলে আমার বাবা মাত্রই তাঁর সাতাশিটা বছরের সাতাশিটা শীতের ডালপালা রূপকথার সূর্যেরও চেয়ে পুরনো আর-এক রূপকথার দিকে এক্ষুনি বাড়িয়ে দিলেন। বড়ো উঠোনের সামনে সরু রাস্তা, তার পাশে ছোটো পুকুর তার বাঁ দিকের মুখোমুখি ঘন হিজল-বনের মন-কেমন-করার আড়ালে দাঁড়িয়ে তাঁর যে…