2015

  • অর্কেস্ট্রায়ন

    পিয়াস মজিদ   জীবন চলে যায় চলে যেতে থাকে শারদীয় পঙ্ক ও পূর্ণিমায়; স্বপ্ন ও ক্ষুধাকল্পনায় দানা বাঁধে যত হেমন্তরুধির কিংবা কালপুরুষের কারুকাজ। বিগত বর্ষার মরচেপড়া মেঘদূত চেয়ে চেয়ে দেখে পাখাহীন আমি তোমার দিগন্তে কেমন প্রজাপ্রতিপ্রোজ্জ্বল! আর প্রেমবর্ণ হিম মুছে দেয় ঋতুদের বিধিবদ্ধ ছয়রঙা বাহার।

  • সততার সতী

    সালেম সুলেরী   কতো ঘর গড়বর, কতো গুম নির্ঘুম জাগে, কতো গতি দুর্গতি, কতো বাঁক নির্বাক থামে। কতো নাম দুর্নাম, কতো সুর অমধুর রাগে কতো ঠাঁট বিভ্রাট, কতো গীতি বিকৃতি ঘামে…   কতো স্বাদ বিস্বাদ, কতো দম উদ্যম নেভে কতো তেজ নিস্তেজ, কতো বল দুর্বল খেলা – কতো গুণ নির্গুণ, কতো ভার নির্ভার ভেবে কতো…

  • যখন কেবল পাতা ঝরে

    শুভাশিস সিনহা যখন কেবল পাতা ঝরে, গাছের পায়ের তলে আপন দেহের এই খসা অঙ্গমালা তুমি কি দেখতে পাও, তোমারও আগুনরাতে তখন শরীর থেকে পুড়িয়ে পুড়িয়ে লোমভস্ম ফেলে শয্যার ওপর পাখি হয়ে গান করে ধাওন্ত হৃদয়   যখন কেবল পাতা ঝরে ধূলির শরীরে মাখা হবে বলে, কোনো এক বাওকুড়ানির ভালোবাসা তখন পড়ন্ত দিনে তাকে টেনে নেবে…

  • জেল রোডের প্রেমগীতি

    আহমেদ মুনির কাল রাতে নিজেরই শরীর ছেড়ে হেঁটে গেছি আমি জেল রোড ধরে মনে পড়ে আমানত শাহ, বদরপাতি; সরু গলি বেয়ে বয়ে গেছি রিকশায় চড়ে উড়ে গেছি নাকি আনমনে একা হেঁটেছি কেবলি; ভুলে গেছি স্বপ্নদৃশ্য, তবু মনে আছে সুগন্ধি দোকান, সারি সারি আতরের শিশি সাইনবোর্ডের নির্ঘুম অক্ষর এখানে আতর মেলে খাঁটি একনম্বর। কাল রাতে অচেনা…

  • জল-বালুচর

    টোকন ঠাকুর   অনেক 888sport app download apk ছাপা হলো। অনেক দুঃখও পেয়ে গেলো ধ্রুপদী মর্যাদা। অনেক খ্যাতিও শেষে উপচে উপচে ফেনা হয়ে গেল   একটি 888sport app download apk থেকে আরেকটি 888sport app download apkয় যেতে গিয়ে মধ্যপাতে ফাঁকা দিয়ে ঢুকে পড়ল মধুবন্তী, 888sport promo codeবন্ধু, গুপ্ত-নানাচ্ছল এখন যে 888sport app download apk লিখছি, 888sport app download apkর নাম ‘জল’ – এটি বালুচরে ছাপা হবে! ফলে রৌদ্রে বখাটে হলেও, জোছনাকালীন দাহ888sport live chat…

  • উৎসব শেষে

    সরকার মাসুদ   উৎসব শেষে ফানুস ওড়ানো হবে রং-তামাশার ভেতর থাকার মানে তো ভেতরের ঘা ঢেকে রাখা প্রিন্টেড জামায়! উৎসব শেষে উইপোকা উড়বে শত শত জয়শ্রীর দীর্ঘশ্বাস লেগে থাকবে আমার চিবুকে।   উৎসব শেষে অনেক রাতে জোনাকপল্লবী ফিরে যাব আমার জুতার ভেতর গোল হয়ে ঘুমিয়ে থাকবে অন্ধকার দু’পায়ে জঙ্গল ভেঙে আমি আরো ভেতরে তাকাবো।  …

  • ফিরিয়ে দেবার আগে

    চঞ্চল শাহরিয়ার   ফিরিয়ে দেবার আগে ভাবতে হয় আবার ভাবতে হয় কাকে ফেরাচ্ছি কাকে দিচ্ছি নিবিড় বেদনা। যে আমাকে আজীবন ভালোবাসা গভীর মমতা আর মুগ্ধ করা পাখির পালক দিলো তাকে কেন ফেরাচ্ছি সুসময়ে।   পরিস্থিতি চেঞ্জ হয় হচ্ছে তবু ভাবতে হয় কাকে ফেরাচ্ছি গল্পের ইতি টানার আগে জানা ভালো যাকে তাকে মন দিতে হয় না…

  • আছি

    ওবায়েদ আকাশ আছি, আদতে এই বলে চিলের পাখনার নিচে উড়িয়ে দিচ্ছি পতাকার মতো গর্বিত জীবন   আজন্ম ঘুম-সন্তরণ এখনো জলের ওপারে উজ্জ্বল   প্রান্ত ধরে টান দিতেই ঝুরঝুর করে বিশ্বাস ছড়িয়ে পড়ে   আছি যে এর বেশি সত্যতা থাকে সমুদ্রের সোনালি প্রহর মেঘ-নীল বসন্তের রেখায় অবারিত মিথ্যে জীবনে একবার ঘুমিয়ে গেলে পৃথিবীতে বেঁচে থাকে পাহাড়ে-চূড়ায়…

  • মেসোপটেমিয়ান জেলখানা

    ফেরদৌস নাহার পতনের শব্দে কাঁপে বেনামা পাহাড়                                                                                             এইমাত্র নেমে আসা একঝাঁক নতুন সারস                                                                    টাইগ্রিস ইউফ্রেতিসের পারে এসে ভিড় জমাল                                                              সেখানে দাঁড়িয়ে ছিলাম গভীর কাজল পরে                                                                        সে-ই হলো কাল, সাথে সাথে বন্দি হলাম                                                                মেসোপটেমিয়ান জেলখানায় আটকে ছিলাম   আমাকে ওরা দেশান্তরি অবৈধ করে ছিল                                                               হয়তো হাজার বছর কেউই পায়নি খোঁজ                                                                 একদিন কী যেন কী ভেবে, কোনো…

  • ঋণ : সেপ্টেম্বর অন যশোর রোড

    তারিক সুজাত   তখন তোমার শরণার্থী দিন শিকড়বিহীন এক ভাসমান জীবন ভিটেমাটি ছাড়া অসহায় 888sport promo code-শিশু-বৃদ্ধ অবোধ গবাদিপশু অগণন মুখের ভিড়ে দুইটি দরদি প্রাণ এ্যালেন ও সুনীল 888sport app download apkর অঞ্জলি নিয়ে শোকার্ত দাঁড়িয়ে আছে… প্রবহমান সময় থেকে ছুটি নিয়ে যশোর রোড কি থেমে আছে ভয়ার্ত সেপ্টেম্বরে?   অতঃপর একদিন নয় মাস যেন নয়টি জীবন শেষে বিপন্ন স্বদেশ…

  • বন্যরাতে জাগতে হয়

    শিহাব সরকার   আগুনে পোড়ে যদিও বাসর হিজলতলায় সঙের আসর, শুনবে বিলাপ দূরের কেউ উন্মাদেরা গুনছে ঢেউ।   ঘণ্টা বাজে রাতদুপুরে ঠিক তখনই লাশ পুকুরে, জলসাঘরে ঢলানি সাকি ডাকছে বিজন রাতের পাখি।   ভোরের রোদে চোখ জ্বলে যায় অন্ধ মাঝি দাঁড় বায়, প্রহরগুলো রাখছি পুষে অঙ্গারে আর আগুনে তুষে।   বর্ষা নামে খরার দেশে কাটলো…

  • দেবী

    মাকিদ হায়দার   [কবি, শঙ্খ ঘোষ 888sport apk download apk latest versionষ্পদেষু]   দেখি নাই শুধু শুনিয়াছি তিনি নাকি অপরূপা।   ভাবিলাম, হইলেও হইতে পারেন তাহাতে আমার কী, ই, বা আসিয়া যায় তথাপি বুকের মধ্যে কষ্ট অনুভব করিলাম চিনচিন করিতে লাগিল অবুঝ হৃদয়।   শুনিলাম, সেই অপরূপার কথা, শুনিবার পর হইতেই অনেক যুবকেরই নাকি ঘুম হইতেছে না, এমনকি আমার নিজেরও।…