গোলাম কিবরিয়া পিনু
-
মিথ্যে ও লোভের পোড়াগান
গোলাম কিবরিয়া পিনু মিথ্যে যুক্ত হলে আরো ভয়াবহ! লোভ যুক্ত হলে আরো ভয়াবহ! মিথ্যে না থাকলে এতটা বিরূপ হতো না পরিস্থিতি আগুনও লাগতো না বনে নিরীহ বসতবাড়ি পুড়ে ছাই হতো না! লোভ না থাকলে এতটা রক্তাক্ত হতাম না নিজেরা নিজের ভাইকে কোনো ভাই খুন করতো না – লুট হতো না গোয়ালঘরের গাভি…
-
নদী হত্যাকারী
গোলাম কিবরিয়া পিনু নদীও যখন শুকিয়ে যায় মদনের লোভে – তখন ধাতুনির্মিত রক্ষাকবচে কী হবে? নিমগাছের পাতা নেই কারও শরীরে – নদীবিধৌত মানুষেরও ত্বক তৈরি সজারু ও গণ্ডারের চামড়ায়! কী আশ্চর্য কাল এসে যায় লঞ্চ ও নৌকায় চড়ে আছে নদী হত্যাকারী! কোকিলের স্বর ভূত-পেত্নির স্বরগ্রামে আটকা – অন্নদাতা আর দীক্ষাদাতা আমলকী বনে…
-
গিরিচূড়া
গোলাম কিবরিয়া পিনু গিরিমলিস্নকা ফুটছে গিরিমাটিতেও – তারপর থেকে পরিপার্শ্ব বদলে যাচ্ছে! বদলে ফেলার কত চেষ্টা কতকাল ধরে মনে পড়ে? ঘটিচোর থেকে বড় চোরের উপদ্রব সইতে হয়েছে – জল রাখা একমাত্র পিতলের কলসটাও হয়েছে চুরি চুড়ি হারিয়েছি! বহুদিন ঘষামাজা করে বহু কষ্টে – শরীরের লোমকূপ থেকে নিঃসৃত জল – শুকিয়ে শুকিয়ে সরীসৃপ জাতীয় প্রাণীকে…
-
আত্মমুক্তি
মৃত্যু আজ আত্মমুক্তি দিচ্ছে! জীবনের নামে আর এক 888sport live chatরীতি তৈরি হয় প্যালেস্টাইন কিংবা ইরাকে, জীবন ও মৃত্যু দুটোই সেখানে আত্মবিকাশের শক্তি। আপাতমধুর প্রলোভনে টেনে নিয়ে যায় কারা? প্রাণপাখি নিয়ে- পৃথিবীতে আমরা দৈত্যের জঠরেই বাস করছি। জীবনের জন্য প্রস্ফুটন : অথচ শুধুই আজ জন্ম-কান্নার বদলে মড়াকান্না তৈরি করে কারা? অশ্রুজল আর কাতরধ্বনির মধ্যে ভণ্ড বাকচাতুরীতে শুধুই…
