তমিজ উদ্দীন লোদী

  • জল

    তমিজ উদ্দীন লোদী   জল যাচ্ছিল গড়িয়ে জলের মতন তুমি তাকে কাপে তুলে নিলে তুলে নিলে স্বচ্ছ-কাচ জারে   জল এখন কাপের মতন জল এখন জারের মতন   জল, আহা ফোঁটা ফোঁটা বৃষ্টির মতন জমাট বরফ কাদা, মেঘের ধরন কখনো স্রোতস্বিনী কখনো খরস্রোতা বান ডাকা বজ্রের গর্জন।   কখনো সে বোতলজাত করপোরেট আকারবিহীন তবু অসংখ্য…

  • ত্রিমাত্রিক অঙ্কনের মতো

    তমিজ উদ্দীন লোদী ঝুলবারান্দা থেকে দেখছি তুমি ঝুলে আছ তোমার কার্নিশে টলোমলো পা তোমার, দুহাত ডানার মতো স্ট্যাটোস্ফিয়ার ঘেঁষে যাওয়া কুয়াশার মতো মেঘ ছুঁয়ে আছে।   যেন বহুরঙা ঘুড়ি, সুতোছেঁড়া, উড়ছে স্বাধীন ইচ্ছের মতো জলো কি ঠান্ডা বাতাসের ঘোর এসে ছুঁয়ে যাচ্ছে তোমার আঙুল আর ঈষৎ লিপস্টিক-ছোঁয়া ঠোঁটের কম্পন।   ত্রিমাত্রিক অঙ্কনের মতো যেন ক্যানভাসে…

  • যেন কাঠকয়লা যেন তুষের অনল

    তমিজ উদ্দীন লোদী যেন কাঠকয়লা যেন তুষের অনল-অগ্ন্যুৎপাত নয় যেন জলকণা যেন বৃষ্টি-জলোচ্ছ্বাস নয় যেন লাভা যেন সুপ্ত আগ্নেয়গিরি-বিস্ফোরণ নয়। তবু কীভাবে যেন অগ্ন্যুৎপাতে জলোচ্ছ্বাসে বিস্ফোরণে ফেটে পড়ছে। ফেটে পড়ছে তরুণ-তরুণী-যুবক-বৃদ্ধ আপামর – মানুষের অভীপ্সার সমান্তরালে ভেসে যাচ্ছে খড়কুটোর মতো ভীরুতা ও কৌটিল্য। পুঞ্জীভূত ক্রোধ পুঞ্জীভুত ঘৃণা একটি অহিংস অবয়বে তারুণ্য কী প্রজন্মের হাত ধরে…

  • কিছু কি ঘটবে এরপরও

    ক্ষমাহীন এ সময়ে অভিশাপ ছিল তাই সমূহ জুলুম, এ পাড়া নিষিক্ত রক্তে। দীর্ঘকাল পলাতক ঘুম। খুব প্রতীক্ষায় ছিল মানুষেরা, এ পাড়া-ও পাড়া, আসলে কী হলো, সাইনবোর্ড পাল্টে ফেলা ছাড়া! নিয়তি নির্দিষ্ট যেন কোনোকালে পাল্টাবার নয় শুধু কাটবে না এই হতচ্ছাড়া জনতার ভয়। আমাদের চারপাশে বিষণ্নতা, আক্রান্তের মুখ, না বলা কথার চাপে ভারাক্রান্ত, জটিল অসুখ। দিন…