অঞ্জনা সাহা

  • গভীর নির্জনে

    অঞ্জনা সাহা   জমাট মেঘগুলো ছুটে যাচ্ছে অদৃশ্য হাওয়ায়। বুঝি বা ঈশ্বর আছেন কাছাকাছি; এই মেঘ যেন বন্ধু আমার। ঝরে পড়ে অনিবার মধ্যরাতের এক মাতাল জাদুকর।   নীল শিশিরের মতো ছুঁয়ে যায়; জানালার গ্রিল বেয়ে উঠে আসে মুগ্ধ অনুভব। যেন সে-মন ভালো-না থাকার রঙিন প্রজাপতি।   মন কেমন করার নেশা আমাকেও নিয়ে যায় পারিজাত-আলোর এক…

  • অর্ফিয়ুসের মতো

    বড় মন্থর গতিতে কেটে যায় বন্ধ্যা সময়, দিন আর রাত্রির প্রভেদ বুঝি না আমি। জানি না কীভাবে কেটে যায় দ্বিপ্রাহরিক অলস বেলা অথবা মধ্যরাত্রির নিস্তব্ধ সময়। শুধু মনে হয় নষ্ট-পচা সময় জুড়ে ব্যর্থতার বিপুল আরতি বেজে চলে শ্রান্ত মেধায়; শুধু অপেক্ষার বদে ভরিয়ে রাখি ভারাক্রান্ত মন। এতো নয় যত্নে গড়া পুতুলের সাজানো সংসার! অসম্ভব বাসনায়…