‘চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে…’ – লালন শাহের এই অমর সৃষ্টি যখন বাউল888sport live chatী শফি মণ্ডলের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল, তখন ভাবছিলাম, সত্যি তো, চাতক এই যে আকাশের পানে চেয়ে বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, সে কি এমনি এমনি? অবশ্যই নয়, এটা তার সাধনা, তার কর্ম, তার লক্ষ্য। চাতকের মতো মনুষ্য সমাজেও যে-কোনো কাজের জন্য অনুপ্রেরণা, স্বীকৃতি…