আমি খুব হারিয়ে গেলাম
-
আমি খুব হারিয়ে গেলাম
কদম পাতায় ফেলে দেওয়া হলো আগুন রাত যখন সকাল ছুঁইছুঁই দেখা গেল পুড়ছে না কিছুই শুধু হেঁটে আসছেন তারা কদমফুল মুখে নিয়ে আগুনেরা তারা আগুনেরা হেঁটে এসে বলল তোমরা কি জেনেছ হলুদ ফুলের নাম হাজার হাজার মাইল পথ বেয়ে আমরা এলাম পথ বেয়ে চলে গেছি বইয়ের মলাট থেকে শিশিরের জলে শিশিরের জল থেকে শেষ পৃথিবীর…
