আলতাফ শাহনেওয়াজ
-
চট্টগ্রামে যাওয়ার আগে
আলতাফ শাহনেওয়াজ চট্টগ্রামে যাওয়ার আগেও বহুবার গিয়েছি আমি গ্রামে, নগ্ন মেয়েদের গ্রাম ছুঁয়ে আবাস ও নিবাসের মধ্য দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে হেঁটে যেভাবে পুরুষ লুণ্ঠনের দেশে যায়, আমিও সে-চেহারার অভয় মিত্রকে পেয়েছিলাম ঘন দুধের ঘাটে; চট্টগ্রামে গিয়ে না-গিয়েও, সেখানে থেমেছি কয়েক মুহূর্ত ভরা সমুদ্রে এ হয়তো বহুমূল্য ডিঙিযাত্রা; ভাসতে ভাসতে ঊরু আর শরীরে কী…
