আলাউদ্দিন আল আজাদ

  • পৃথক পুরুষ

    এদিকটা, কিচেনের কোণ থেকে বিপরীত কামরার উত্তর দেয়ালের দিকে সরাসরি তাকালে দেখা যায় একটি যুগলছবি। বিয়ের সাজে তরুণ-তরুণী। কনেটিকে গাঁদাফুল ভাবলেও বেশ তরতাজা, ভুল করে ভোমরাও এসে বসতে পারে তার ওপর; যেন মৌ মৌ, মাটিগন্ধা! আর বরটা? সেই সোনালি সময়ে আঁকা শাহি তসবির থেকে নেমে এসে যেন পোজ দিয়েছে। একদিন স্টুডিও কাউন্টার। প্যাকেট করবার আগে…