খালেদা এদিব চৌধুরী
-
পুরাকালের কথা
একদিন ছিল- যখন ঘটনাটা ঘটেছিল সে কোন্ প্রাচীনকালে, পুরাযজ্ঞে, পবিত্র কোনো স্তোত্রের উচ্চারণে- হাতের উপর হাত পড়েছিল মায়াময়, অথচ নির্বিকার চোখের ভেতরে জমানো অশ্রু পাথর হয়ে গেল- ঝরল না- ইচ্ছেগুলো মেলাতে চেয়েছিলাম বৃষ্টির ফোঁটার মতো- মিলল না- বড় দ্রুত কেটে গেল সকাল দুপুর সন্ধ্যা আমার হাঁটুর উপর তোমার চোখের জল পড়েছিল, মুখমণ্ডল বড় কাতর ছিল…
