জয়িতা 888sport live chatী
-
হে সুন্দর দীর্ঘজীবী হও
আমার আরাধ্য সুন্দর তুমি দীর্ঘজীবী হও তোমার আলিঙ্গনের আবেশে আবদ্ধ হৃদয় পাঁজরের গোপন কুঠুরিতে খোদাই করা তোমার নাম সে তুমি জানতেও পারোনি কখনো ফের যদি দেখা হয় কোনো জনমে ফের যদি হয় ভালোবাসাবাসি সেদিন প্রেমের স্বর্গ রচনা হবে সেদিন দুজনে দুজনার হবো।
-
বিরহ
জয়িতা 888sport live chatী বিরহের অশ্রম্ন ঝরে অবিরত শূন্যতায় হাহাকার বুকে চাপা কষ্ট। তোমার প্রস্থানে নিঃস্ব হতে থাকে প্রাণ ট্রেনের ঝিক ঝিক ঝিক ঝিক আওয়াজ… রেল-পুলিশ সবুজ পতাকা নাড়িয়ে বাঁশিতে ফুঁ দেয় সেইসঙ্গে দুলতে দুলতে বিদায় সমান্তরাল লাইন ধরে, নিয়ে যায় মুঠো মুঠো প্রেম, গাঢ় চুম্বন! ভালোবাসার হাতছানি তাই আবারো ফিরে আসে বিরহের অবসানে হৃদয়ের আলিঙ্গনে।…
