তৈয়বা মনির

  • শুধু তোরই জন্যে

    অগ্নিগর্ভা অন্তরে আজ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত      শুধুই তোর জন্যে। অতন্দ্র এই অন্তরে আজ অধ্রুব স্বপ্নের জাল বোনা শুধুই তোর জন্যে। তনুমনে অগ্নিবর্ষণ অনাবৃষ্টিরই আমন্ত্রণ শুধুই তোর জন্যে। অনুধ্যানে অনুরণনে হাহাকারের প্রতিধ্বনি   শুধুই তোর জন্যে।  অবিচ্ছিন্ন অনুভবে অচিন বিহঙ্গের ডাক শুনি শুধুই তোর জন্যে।