দিলারা হাফিজ
-
কবি
দিলারা হাফিজ আমি কবি যখন আমিও থাকবো না সকরুণ এ-বাংলায় বিজয়ের তারাবাতি তখনো জ্বলবে এই আকাশ পাড়ায়; শিশুদের অফুরান হাসিতে ঝরবে পতাকার তীব্র লাল সবুজ দ্বীপের মতো আশা জাগানিয়া সতত ষোলই ডিসেম্বর বুকের গভীরে খুব বাজাবে খঞ্জনা, আমার শৈশবে ভর করে নেচে যাবে ভবিষ্যৎ সূত্রধর অহম বালক; আমি কবি যখন আমিও থাকবো না…
-
তোমার জন্যে
দিলারা হাফিজ তোমার জন্যে আকাশ বাড়ি, কবর-ঘাস, পাতালজলে নিমজ্জিত সব কবরের খবর রাখি, মাটির মতো ঠুনকো এমন মরণবানেও জীবন বাজি তোমার জন্যে এখনো আমি যখন-তখন মরতে পারি; তোমার জন্যে অপেক্ষাতুর বৃক্ষটিকে গভীরভাবে ভালোবাসি তোমার জন্যে ধারাপাতের মরণবিলাস কালের-পাতায় যুক্ত করি তোমার জন্যে সান্ধ্য-ভাষায় এখনো আমি দহন-জ্বালায় চিতায় জ্বলি; তোমার জন্যে, শুধু তোমারই জন্যে…
-
নয়ন-পরম্পরা
দিলারা হাফিজ তোমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব নিত্য চরাচর; চোখের ভেতর এতোটা জল নয়ন পরম্পর ঋষির মতন জীবন কাটে শূন্য চারণভূমি তুল্যমূল্য-জ্ঞানের প্রদীপ সবচেয়ে আজ দামি; প্রতীক্ষাতে নেই তো মানা অশ্বত্থ বটমূলে নদীর কাছে নদের গল্প উভয় কূলে, কূলে; নিজের ভেতর অধরা এক; নিজেকে না চেনে; বিষাদগুলো যেমন তেমন হৃদয় মস্ত বেনে; …
-
দুটি 888sport app download apk
দিলারা হাফিজ মেয়ে তুমি বড় হচ্ছো এতোটা বয়স হয়নি মেয়ের এখনো বোঝে না সে যে কি কথা যায় না বলা তার স্বরে কী কথা বলতে হবে কানে কানে এখনো বোঝে না সে যে ভাইটি কেন বা হিসি করে রোজ উঠানে দাঁড়িয়ে মা তাকে কেন যে বাধ্য করেন আড়ালেতে গিয়ে শিশিরের মতো নিঃশব্দ ত্যাগে এখনো বোঝে…



