ফেরা

  • ফেরা 

    আমি যখন বা‌ড়ি ফির‌ছিলাম তখন প্রায় সন্ধ্যা  হাতির ঝি‌ল নিঃসঙ্গতায় ডু‌বে‌ছিল ঝাউগা‌ছের হৃদয় বিদীর্ণ ক‌রে। আমার পা‌য়ের ওপর খলনায়‌কের উড়ন্ত ঘর্মাক্ত মুখের ছায়া বিবর্ণ উল্লা‌সে আগু‌নের হল্কার ম‌তো ছ‌ড়ি‌য়ে পড়‌ছিল চার‌দি‌কে অগ্রহায়‌ণের আকা‌শে সাদা মে‌ঘের ঢেউ রহস্যময় ‌বিস্তীর্ণ নক্ষত্র হ‌য়ে গা‌ড়ির জানালায় হ‌রিণীর ম‌তো সুগ‌ন্ধি বিহ্বল ছ‌ড়ি‌য়ে দি‌চ্ছিল। যা‌কে ভা‌লো‌বে‌সে গভীর সমুদ্র হরণ দূরত্ব তা‌কে…

  • ফেরা

    বারেবারে ফিরে ফিরে আসি পত্রপল্লবেরা ডেকে নিয়ে আসে  বনের সকাশে, মাঠে, ধানে, রোদের মলাটে, আমি এক হীরামন পাখি  পাতার সবুজ আমার শরীরে আঁকে সাত রং বর্ণালি আঁখি, নদীটার মতো বয়ে যাই, ধীরে, প্রভাত সমীরে শিরায় শিরায় সোনার প্রতিম  রক্তকে ঢেলে দেয় সূর্যের ডিম।