মোস্তফা তারেক
-
শুধু মুখেই বলেন
আপনি শুধু মুখেই বলেন বৃষ্টি এলেই ভিজবেন হিজল, জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার সাথে সবুজ মাঠ, বৃষ্টি জমা জল, গোড়ালি ডুবিয়ে প্রিয় 888sport alternative linkের নায়িকা যেন – ভিজবেন, মন উড়িয়ে। সারাটা দুপুর, সারাটা বিকেল, সন্ধ্যা – রাতভর ভিজলো একটা শহর ওই দূর কোনো গ্রামের একলা একা তালগাছটার মতন আপনি শুধু মুখেই বলেন বৃষ্টি এলেই ভিজবেন…
-
দৃশ্যান্তর
ঘর ছিঁড়ে ঘাট আঁকি পুনরায় ঘর … একদিনও হয় না হওয়া পার ঘাট নিকট নদী … নেত্রকোনায় চিকচিক করে কার যেন ছবি ঘর ছিঁড়ে ঘাট আঁকি পুনরায় ঘর … সবুজদুপুর মায়া মায়া … নিন্দার কাঁটায় সেজেছি স্বজন ওগো প্রেম, দাও আরো কলঙ্ক দাও!
