রনি অধিকারী
-
রোদ্দুর উৎসবে বরফ ঘুমায়
শীতনিদ্রা ভঙ্গ হয় প্রার্থিত পুরুষ অঝোর কান্নায় জাগে মাটির ময়ূর। শাদা বরফের বাড়ি লীন হয়ে যায় রোদ্দুর উৎসবে আজ বরফ ঘুমায়। বরফ কুচির শব্দ নেই যে কোথাও! শীতার্ত শরীরে সব কুয়াশা পালায় … শীতার্ত শরীরে সব কুয়াশা পালায়। সাদা জল ভেসে যায় জন্ম নেয় নদী জলদ্যুতি পাখি ওড়ে কাল নিরবধি।
-
সাম্যের পদাবলি
এখানে মেঘের ছায়া কেড়ে নেয় তারাদের জ্বলজ্বলে মুখ নীড়হারা পাখিরাও অবিশ্রান্ত খুঁজে ফেরে সুখের ঠিকানা ধানশূন্য ক্ষেত দেখে হাহাকার করে ওঠে বাবুইর বুক, তথাপি হলুদ চোখে খুঁটে নেয় পড়ে থাকা সবুজাভ দানা। প্রেতের নগর পাড়ি দিয়ে আবারো যাবো স্বপ্নের নগরে অলীক নূপুর পায়ে ক্রমাগত নেচে যাবে পাহাড়ি বালিকা … ধ্যানমগ্ন ঋষি এক চোখে বুঝে গুণে…
