রবিউল রতন
-
কিছুই ঢেকে রাখা যাচ্ছে না
কিছুই ঢেকে রাখা যাচ্ছে না ধীরে ধীরে বেরিয়ে আসছে আঁধারের গোপন বৃত্তান্ত, দরোজার ওপাশে থাকা সুন্দর রমণীটিও, মেঘের আড়ালে লুকিয়ে থাকা গোলগাল চাঁদ, জোছনার ডুবসাঁতার, গোপন নাচ স্তনাগ্রের লাফালাফি, কিছুই আর ঢেকে রাখা যাচ্ছে না জলের গভীরে ঘুমিয়ে থাকা বিধ্বংসী বোমা, মাছদের মৈথুন আগুন সময়ের ষড়যন্ত্র, সমুদ্রসঙ্গম, ব্লাউজের ভেতর ফুটে থাকা গোলাপের ঘ্রাণ, ধীরে ধীরে…
