রাহমান ওয়াহিদ
-
দুধের বিড়াল
রাহমান ওয়াহিদ কে যে হঠাৎ ভুতুড়ে পায়ে নীল দিঘিতে হাঁটতে থাকে ছলকে ওঠে জলের কাঁপন রং-বদলের শ্যামল বাঁকে। পাখোয়াজের ভিন্ আওয়াজে কে যে কখন কণ্ঠ তোলে শোবার বালিশ হারিয়ে হঠাৎ সুর বেহাগের নেশায় দোলে। কে তাহলে দুধের বিড়াল মন ভুলিয়ে মাখন তোলে?


