লুৎফর রহমান খান

  • টান্টালুস

    কী ছিল না তোমার, রাজন? বিপুল ভূখণ্ড, রাজপ্রাসাদ, সমরাস্ত্র, লোকবল কর্মব্যস্ত সংসার, বীরদর্প সন্তানেরা বাক্সভরা মণিমুক্তা, ক্ষেত্রভরা ফল-ফসালি বন্যা এসেছে বছর বছর, ভেসে গেছে ফসল নতুন পলির জমিতে দ্বিগুণ ফলেছে আবার। দেবতাতনুজ তুমি, দেবকুলে স্নেহধন্য শক্তি-সম্পদের পর্বতশৃঙ্গে বসেও নির্বৃত্ত হয়নি বুভুক্ষা তোমার আরো, আরো বৈভব লাভের আশায় তুমি হাত বাড়ালে নিষিদ্ধ স্থানে। তফাৎ বোঝোনি তুমি…

  • প্রত্যাখ্যান

    ভেবেছিলাম ডাকবে না কাছে ডেকেও এমন করে ফিরিয়ে দেবে তেমন ভাবিনি। নিজ ভুবনে বন্দি ছিলাম গ্রন্থি প্রেমডোর নিঝুম রাতে, নীরব প্রাতে ঘুম পাড়াতে, ঘুম ভাঙাতে আড়াল দিয়ে গেছে বয়ে সুনন্দ প্রহর মেঘ জমেছে আকাশজুড়ে জানতে পারিনি।  শীত ফুরোলে মধুমাস, এই সত্য কবি জানে কৃষক জানে, বৃক্ষ জানে জানে বলেই কাল গুনে শুকোয় তারা অশ্রুধারা ঝরাপাতার…

  • সলতে

    সলতেটা যে জ্বলছে না আজ বাতাস বড়ই বেয়াড়া একটুখানির জন্যে আমার যাচ্ছে হয়ে হাতছাড়া, এখন তো নয় বৈশাখ বা শ্রাবণ মাসের ঝঞ্ঝাকাল খটখটে এই শুকনো দিনে আগুন জ্বালানোর হয় আকাল? কী আর করা – শাপশাপান্ত করেই না হয় ক্ষান্ত দিই সলতেটাকে কৌটায় ভরে মনটাকে আজ গুছিয়ে নিই, তেলের অভাব ছিল বলেই হয়তো হলো গোল এমন…