শিহাব শাহরিয়ার
-
লাংকাওয়ি
শিহাব শাহরিয়ার প্রেমিকার ঠোঁটের মতো ছুঁয়ে দিলাম আন্দামানকে মার্জিত রূপে আমার কাছে ও খুলে দিলো গতর ভাবতে পারিনি ও এতো সুন্দর! এ আমার দ্বীপবাস নয় তবু লাংকাওয়ি আমাকে বাড়িয়ে দিলো বনলতার হাত সুভলংকে মনে হলো ছোট বোন এসো আমরা নীল জলের শরীরকে ঘুমকাতর করি
-
এলেংজানি নদী
শিহাব শাহরিয়ার এলেংজানি নদী বালুমুখে তুমি শুয়ে থাকো এইখানে এভাবেই শুয়ে থাকো শীতলপাটির শীতল-স্বরে অনুভবে তোমার পাশে জেগে আছে হিঙ্গানগর, মুর্তাবাগান সম্পাদক শামসুল হক তোরণের উদীপ্ত আয়োজন দ্বিতীয় দিনেও সন্ধ্যা নামে প্রথম অন্ধকারে জোনাকির মতো খুঁজি কুপিবাতি ধূপের ধোঁয়া পিসির হাসি অন্ধ উঠোনের কোনা রাতের পথে যারা ধূলির নিশানা খোঁজে আমরা…
