শ্যামশ্রী রায় কর্মকার

  • প্রবাহ

    শ্যামশ্রী রায় কর্মকার   তোমার শিরালী হাত আমার হাতের পাশে রেখে একবার দেখে নিতে পার, উৎস থেকে অন্ত ঘোরে সেইসব অবিরত স্রোত তারা সব একাকার, সমান তাপিত আর লাল। যেসব আধার আজ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে তাদের প্রবাহ কিছু ভিন্নতর নয়, মাটি হয়ে আছে সব পলি হয়ে আছে, পুরনো স্রোতেরা এসে নতুন বীজের গান গায়…