সাইয়িদ আতীকুল্লাহ্র
-
এসব গোপাল ঠাকুর
মাইকের নাগাল পেলেই খুব ভালো কথা বলে এই যে যখন-তখন যেখানে-সেখানে রকমারি সব লোক এ, ও, সে তারা কেমন আসলে, খুব ভালো লোক নাকি সব ছদ্মবেশী চেলা সব নষ্টভ্রষ্ট সব পিশাচের, শয়তানের প্রকাশ্যে ঘটছে তাদের মুহূর্তে মুহূর্তে রঙচঙে বিচিত্র উদ্ভব সুযোগটা নিচ্ছে তারা অসাবধানী শ্রোতাদের-দর্শকদের একটি দুটি এমন সহজ-সরল ছোটখাটো প্রশ্নে ক্ষতবিক্ষত মন নিয়ে কেবলি…
-
জঘন্য দেয়াল
তোমার যা আছে তোমারই থাক আমি তোমার উদ্বৃত্তটুকু চাই কপালের জোর আছে পেয়েছিও তাই আর কেউ পাক বা না পাকজরুরি এ কথাটুকু জানাতে চেয়েছি কতোদিন মনে মনে কতোকথা সাজিয়েছি সুরেলা রঙিন বলাতো হয়নি দেখি উত্তমর্ণে অধমর্ণে একি না পারার এতো উঁচু জঘন্য দেয়াল তুমিও কী এদিকটা করেছো খেয়াল।
-
তাই তো চলে চলছে বেশ
একটি দাগ একটি ফোঁটা একটি লাঠি একটি লোটা ব্যস্ আর কি! বলার কথা হয়েছে শেষ দুঃখ অযথা তুচ্ছতা বটে, কাহিনী বড়ো সন্ন্যাসী সেজে করেছে জড়ো কেউ না কেউ কথাটা জানা কাহিনী শোনা কাহিনী মানা তাই তো চলে চলছে বেশ লোটা লাঠিতে দেশটা শেষ ঈশ্বর ধরে মানুষ খায় সাধু সন্ন্যাসী থাকে গুহায়-
