সুরঞ্জন রায়
-
ক্রুফোর সিনেমায় সংকটের প্রতিচ্ছবি
সুরঞ্জন রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইতালি ও ফ্রান্সে মুক্তিযুদ্ধে শামিল প্রতিরোধ বাহিনী বিপস্নবের যে-স্বপ্ন দেখিয়েছিল, যুদ্ধ শেষ হতে-না-হতেই বেজে উঠল তার মৃত্যুঘণ্টা। ইতালির মতই ফ্রান্সও বিপস্নবের ঝটিকাকেন্দ্র থেকে ক্রমে হয়ে ওঠে ধনবাদী ব্যবস্থার পরীক্ষাগার। সমসময়ের ইতালির সমাজ-রাজনীতিকে অনুধাবন করতে গিয়ে আমরা দেখেছি, এর জন্য ইতালির কমিউনিস্ট পার্টির দায় যেমন স্পষ্ট, তেমনি তার সঙ্গে যুক্ত হয়েছিল…
