সোহেল মাজহার
-
দাম্পত্য
সোহেল মাজহার ঘোড়া ছুটে আসছে দিগমত্ম কাঁপিয়ে তার পায়ের নিচে সরষের হলুদ রেণু দিগমত্ম কি তবে হলুদ হয়ে গেল? তবে কি দিগমেত্মর রং চুরি করে আজো এক বদ্ধ মাতাল বাড়ি ফিরে বউকে পেটায়, শেষে নিজেই চোখের জল মুছে দেওয়ার ছলে রক্ত ও লবণের ফারাক ভুলে শেষ রাতে মাটির কলসি থেকে একপাত্র জল খেয়ে আর…
