হাফিজ রশিদ খান

  • কুমিল্লায় রূপারতি

    কুমিল্লায় এত রূপারতি থাকে ঝুরে-ঝুরে জানতাম না তো আগে এই সমতটের কান্দিরপাড় হয়ে আমি তাই বারবার যাওয়া-আসা করি শালবন বিহারের ধ্যানে ওই রূপতুষা লাগি আমি কত ভান করি পথে-পথে আমার চেয়েও বড় রূপদক্ষদের ফাঁকি দিতে পারি নাই তবু কভু তারা লোচনের আইনে গভীর করে বেঁধে ফেলে পিছমোড়া তস্করের মতো ধরা পড়া আমার হাসিকে তারা তরজমা…

  • অখিলবন্ধুর গান শুনে

    অখিলবন্ধুর মতো গীতলতা ঝোপের আড়ালে থাকে দীর্ঘদিন কাঠুরিয়া আর করাতিরা মল্লযুদ্ধ শেষে খোরাকির দানাপানি ঝাঁকা ভর্তি করে চলে গেলে থকথকে কাদায় লেগে থাকে এবড়োখেবড়ো নকশায় ওদের করুণ জীবনের চিত্র রাজসিক নীরবতা ও গাম্ভীর্য করে অবতরণ বিরক্ত পড়শিজনের পরিপাশে – ওরা হাঁপ ছেড়ে বাঁচে ধীরে শ্রুতির পরমানন্দ হয়ে ভেসে আসে অখিলবন্ধুর স্বর্ণকণ্ঠ আড়ালের পর্দা সরিয়ে সুর…

  • অপুরুষতন্ত্র

    তারা উচ্ছল, সধবা রমণীর দিকে পাহাড়ের চূড়া আর সমুদ্রের অবাধ বিস্তারে       অরণ্যভূমি ও ফসলি জমির বুকে               হনন-উদ্যত হায়েনার মতো চেয়ে থাকে জাঁকালো অট্টালিকার বিশাল বিন্যাসে                      ভঙ্গিল ভঙ্গিতে হাঁটে পিস্তল ও মেশিনগানের                  উত্তরোত্তর কার্যকারিতা                  সীমান্ত বিরোধ              তারকাঁটায় ঝুলন্ত লাশ সাবমেরিনের অপঘাতী তৎপরতা পরখ করে                                       দীর্ঘক্ষণ                                 খুঁটিয়ে-খুঁটিয়ে তারা বাঘের…

  • ভাষা ও বর্ণমালার সীমা

    যদি জন্ম নিতাম দুর্গম পাহাড়ের কোনো আদিবাসী দম্পতির ঘরে তোমাদের খুব পাশ দিয়ে যেতে-যেতে নিজের ভাষায় পার্শ্ববর্তীজনকে দিনের ও রাতের রহস্য মোড়ানো কথাগুলো বলতাম অন্য ভাষায় যারা কথা বলে বাজারের জটলায় ওখানে একাকী বসে থাকতাম ওসব ভাষায় কী নিবিষ্ট ধ্যান আকাক্সক্ষা ও শ্রমের মর্যাদা আছে ভালোবাসার মরমি আবেদন আছে। কড়া জর্দায় পানের খিলি চিবুতে-চিবুতে আমি…

  • খররৌদ্রের করাতে

    হাফিজ রশিদ খান একটা গভীর আবলুস সিন্দুকে নজর বিদ্ধ হলো সকলের ওখানে কঠিন সব আত্মীয়তার বন্ধন মৌরুসির ধারা মেনে মমির মমত্বে ওই প্রাচীনকে রেখে গেছে কারা কল্যাণের সমৃদ্ধ বরাতে ওখানে লুকিয়ে আছে যেন তুমুল অরণ্যে বৃষ্টিময় রাতের সিম্ফনি প্রাণদোলা কাব্যকথার কনক বিভা মায়াহরিণীর শাণিত স্বাগত দৌড়ঝাঁপ আর অগণন স্বপ্নে ভরপুর রুহের মাগফিরাত ওটাকে সম্পূর্ণ খুলে…

  • শামসুর রাহমান

    হাফিজ রশিদ খান   এসব বাঙালি সমত্মানে তুমিও ছিলে একদিন   পছন্দ করতে আয়াত উচ্চারণের মতো পয়ার-ছন্দিত বাংলা 888sport app download apk আর সরলা বাঙালি 888sport promo code ভালোবাসতে নদীর তীরবর্তী বাতাসের গুঞ্জরণ সার্কাস ও বনভূমি বালিয়াড়ি পার্কে একাকী 888sport slot game খুব গভীর আকাশে নীলের ভদ্রতা নান্দনিক রুচিঋদ্ধ স্বাদু সঙ্গ আধপাগলাটে বন্ধু পছন্দ করতে গানের মানুষ, মৃৎ888sport live chatের আদুল কারিগর বুক-কাঁপানো কৃষ্ণাভ…

  • বিস্তীর্ণ এলিজি

    হাফিজ রশিদ খান   উপনিবেশকালের ছুরিটা এখনো আছে ঝকঝকে পুবের জানলা দিয়ে আলো এলো বলে ভোরের সুবাদে ঝকঝকে ওটাকে হাতে তুলি   ডাঁসা-ডাঁসা পেয়ারাগুলো টুকরো-টুকরো বালক-বালিকাদের মুখে গুঁড়ো হতে থাকে বয়েসিরা হাতের থেকে হাতে-হাতে অদল-বদল করে ছুরিটার মধ্যে খুঁজে ফেরে একটা গভীর স্টেনলেস স্টিলের সিলমোহর : কুইন ভিক্টোরিয়া কিংবা পিআইএ পারাবত   আমি হাতের দারুণ…

  • বিশ্বফাটানো বিলাপ

    হাফিজ রশিদ খান জ্ঞানের বিভিন্ন পর্ব যখন আয়ত্ত করে মানুষেরা ততদিনে তাহারা বুড়িয়ে যায় বেশ বিষয়টা আপাতত এই : নগ্নতা সুন্দর অথবা সুন্দর নগ্নতায় থাকে কি না নানা পাকেচক্রে পাক্কা হওয়া 888sport promo code ও পুরুষ ব্যক্তিগত নগ্নতায় সভ্যতার সৃজন ও বুননে অসাধারণ অবদান রাখল, অথচ কোনো কোনো স্থিরচিত্রে কিংবা সিনেমায় ওরকম দৃশ্যে বিচলিত হন তারাই সর্বাগ্রে…

  • সে

    হাফিজ রশিদ খান   সে মানে মোমশিখার একবিন্দু কালো কামারশালার হাপরের তলে কনকরঙা ইস্পাত ফাল্গুনের বিরহী শাখায় মুকুলের মুখ পোড়োবাড়িতে বিষণœ পাল শাসনামলের গল্প তপ্ত ফুটপাতে ঘরহারা মানুষের আর্ত পদপাত পাথরে নকশা খোদাইরত শরীর ঘেমো মজুরের   সে মানে বাঘের ঘরে দৌড়ক্লান্ত হরিণীর দৃষ্টিপাত ক্ষণিকের…

  • জয়শ্রীচাদর

    হাফিজ রশিদ খান   একটি চবুতরের কাছাকাছি জয়শ্রীচাদর ঘিরে ঝাঁক-ঝাঁক শালিক-পুরুষ নাচে বিভিন্ন মুদ্রায়   তখন ছিল না কোথাও রোদের প্রিয়তম দাগ   একজন নীলবর্ণ মাছি ডাগর-ডোগর চোখ মেলে রজনীগন্ধার ঝোপে কাঁপছিল   রাতভর জয়শ্রীচাদরখানা ওর দিকে আড়চোখে চেয়ে থেকে-থেকে বলে গেল কেবল একটি কথা :   তোমার পাখার ঠিকরানো আলো আমার শরীরে জ্বালো…

  • দেখা হবে পাঁচ পাহাড়ের পরে

    হাফিজ রশিদ খান   তোমার সঙ্গে দেখা হবে পাঁচ পাহাড়ের পরে টুকটুকে লাল ঘাড় কাঁপানো মোরগ চিকন চালের সঙ্গে রবে পেঁয়াজ-রসুন থলে ভরে তুমি মোটে ভয় পেয়ো না আমি ঠিকই আসবো চলে ঝোপঝাড় আর সচল জলের ঝিরি বেয়ে বিরহের গান গেয়ো না আসবো আমি পিদিম হয়ে চাঁদের আদরে   যা দেখেছি যা শুনেছি ওই পথের…

  • হে বুনো অন্ধকার

    হাফিজ রশিদ খান   শোনো হে গাঢ় আঁধার তোমার ভেতর দিয়ে যেতে চাই দূর প্রাগিতিহাসে আবার   ওখানে আমার স্থিতি ছিল গাঢ় মাতৃজরায়ুপ্রতিম হৃষ্ট অধিকার ছিল আরো   বেতছড়া পাহাড়ের হে বুনো তমসা রাখো আমাকে অনার্য ওই করতলে নাচতে-নাচতে দলে-দলে   আমি তো প্রকৃতপক্ষে তোমাদেরই জমানার লোক অগ্নিস্নাত আদিমন্ত্রে উদ্বেলিত লেলিহান শেস্নাক   আমাকে জায়গা…