হাসান হাফিজ
-
নিবৃত্তির কোথায় সাকিন
হাসান হাফিজ পাহাড় প্রান্তর কেন ডাক দিচ্ছে উতরোল? এই ডাকে প্রণয়ের ভাত নুন লাবণ্য রয়েছে, উপেক্ষা কীভাবে করি? চাইলেও সম্ভবপর নয়। জাগতিক গ্লানির গ-ূষ ভাপ ইতিউতি ছলাকলা অস্বীকার করা যায় না। আষ্টেপৃষ্ঠে ছেঁকে ধরে তারা। বলছিলাম প্রণয়ের কথা। পরিণয় হবে না জেনেও কেন আর্তি দীর্ঘশ্বাস? চুঁইয়ে চুঁইয়ে রক্তের ক্ষরণ? নির্যাস জীবনমধু অনেক তো পান…
-
সন্নিধান : অনন্ত খনিজ
হাসান হাফিজ সুরলোকে আলোর মূর্ছনা আছে আত্মলয়ও আছে এ বন্দিশ কোনোদিনই ফুরাবার নয় রাগমালা ভুল (?) করে তোমাতে মজেছি, ভজন সাধন সিদ্ধি সে-কারণে হলো না হলো না! ধ্রম্নপদ সংগীতে আছে অনন্ত খনিজ সূক্ষ্ম মিহি অন্তরীণ বেদনাদহন ঐশিতার ধীরলয় ওঠানামা তান মর্মের মরমে পশে নতুন চরের মতো সুরলোক আবিষ্কার করি, মৃত্যুস্বাদ করি পান তারিয়ে তারিয়ে…
-
নির্বাসন দিচ্ছো দাও
হাসান হাফিজ আদিভাষা শরীরেরই শুধুমাত্র নয়। চৈতন্যেরও একই ভাষা। মনেরও তাহলে? এই কথা পুনরম্নক্তি দোষে দুষ্ট, তাও যাই বলে নিরঞ্জন প্রভু জানে, তোমারই তপস্যা আমি করছি আড়ালে এই পঙ্ক্তি রচনায় উপবাসে তোমারই উপমা মনে-মনে যাচ্ঞা করে শর্তহীন ক্ষমা জানি না করবে কি-না সুন্দরী পরমা না-ই করো দুঃখ নাই এ-কথা জানাই বিরহের প্রস্তাবনা…
