খুব দ্রুত ভুলে যেতে হবে সব। খুব দ্রুত ভুলে যেতে হবে এই চিরচেনা পথ। এই আবীর মাখানো স্বপ্ন স্বপ্ন দিন। এই রাতভর জেগে থাকা। এই বইয়ের পাতায় ছড়িয়ে থাকা ঝকমকে বুকের কাঁপন। ভুলে যেতে হবে কোকিলের ডাক শুনে জানালায় উঁকি দেওয়া ভোর। ভুলে যেতে হবে নীল শাড়ি পরা মেয়েটির দেওয়া অকারণ প্রতিশ্রুতিগুলো। কে কাকে প্রশ্রয় দিয়েছিল। কে কাকে দিয়েছিল গোপন বেদনা। এইসব মনে নাইবা রাখি। ঝড়ের রাতের কথা ভেবে কে উদ্বিগ্ন হয়েছিল, বৃষ্টিতে দারুণ ভিজে মাঝরাতে বাড়ি ফিরলে কে অভিমানে বলেনি একটিও

কথা। আজ এইসব ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে মধ্যরাতে ঘুমজড়ানো কণ্ঠে বলা কারো অপেক্ষার কথামালা।

খুব দ্রুত ভুলে যেতে হবে সব। যত দ্রুত ভুলে যাবো ততো দ্রুত দ্বিতীয় পর্বের শুরু। সেখানে অতীত এসে নাড়বে না কড়া। স্বর্গের ঠিকানা খুঁজে পেতে একটুও বেগ পেতে হবে না, হবে না।