কিশোরীর নাম নুসরাত 

যার ছায়ায় দাঁড়িয়ে তুমি বেড়ে ওঠো রোজ, যার অনুপ্রেরণা তোমায় নিশিদিন মোহাচ্ছন্ন করে রাখে, তার কথা একদিন চুপচাপ শুনবার ইচ্ছা খুব। সে তোমার শৈশব করেছে মধুময়, কৈশোরের দুরন্তপনায় মেতে আছো তার স্নেহ নিয়ে। আর তার তারুণ্যের দিনগুলো শুধু স্বপ্ন জোয়ারে ভেসেছো তার মতো হবে বলে। কেউ কি কারো মতো হয়? যে যার মতো হয়। তুমি তোমার মতো। আমি তাই তোমাতেই মুগ্ধ নিশিদিন। তারপর নিজের ভুবন গড়ি সাথে নিয়ে তুমুল সাধনা আর মগ্নতার মোহমায়া।

রবীন্দ্রনাথ, ফকির লালন শাহ আমাকে চিরকাল টানে। এই টান বড়ো ঘরছাড়া ঘরছাড়া ভাব। এই টান বড়ো 888sport sign up bonusকাতরতা দিয়ে গড়া। তুমি এইসব কথা শুনলেই দারুণ অবাক হবে। হয়তোবা কেঁদে দেবে অবুঝ কিশোরীর মতো। তাই লুকোছাপা করি। তুমি তো দুরন্ত কিশোরী। 

তুমি বুঝবে না যুবকের একান্ত চাওয়া আর পাওয়ার বিস্তর ফারাক।